চারদিকে সুনসান নীরবতা। অযত্নে পড়ে আছে একটি ভাঙাচোরা বাড়ি। জানা গেল, বাড়ির মালিক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তবে এ সপ্তাহে বাড়িতে আসার কথা ছিল। হয়ত সেটা আজই হতে পারত!
কিন্তু যে মানুষটির আজ বাড়ি আসার কথা ছিল তিনি কি আদৌ ফিরবেন? না সেটা আর কোনোদিন সম্ভব নয়! কারণ মানুষটি চলে গেছেন না ফেরার দেশে। বলছিলাম, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত আবদুল্লাহ আল ফারুক তমালের কথা। তমালের গ্রামের বাড়ি ঘুরে এসে লিখেছেন রিফাত কান্তি সেন।
বিস্তারিত পড়তে-https://bit.ly/2FQPYMP